শ্রীকৃষ্ণের বাণী

শ্রীকৃষ্ণের বাণী – ০১

মানুষ যখন অপরাধে দণ্ড ভোগ করে তখন হতে পারে, সে ন্যায় বিচারে তার মনে কষ্ট হয়।
প্রশ্ন উঠে তার হৃদয়ে, যে- যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে তবু সে দণ্ড কেন পায় ?
কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাত ও থাকবে, যেমন কর্ম তেমনি ফল। যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে যদি কাউকে হত্যা কর তবে মৃত্যুদণ্ড পাবে, যেমন কার্য্য তেমন ন্যায় হয়। তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোন মূল্য নেই? আছে, অবশ্যই মুল্য আছে। প্রায়শ্চিত্ত, অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে, আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে । অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড শিকার করার কোন মূল্য আছে ?
স্বয়ং বিচার করুন।

শ্রীকৃষ্ণের বাণী -০২
পাণ্ডবদের পরাজয় দেখে শুভদ্রা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন- ধর্মের পরাজয় কেন হয় আর অধর্মের জয় কেন ঘটে ?
উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন-
কিছু প্রাপ্তি ঘটলেই জয় হয় না আর কিছু হারালে পরাজয় নয়, কেবল সময়ের প্রভাব মাত্র। পরিবর্তনই সময়ের স্বভাব।
যদি কোন ঘটনায় মানুষ ভয় প্রাপ্ত হয়, তাহলে সেটা পরাজয়ই হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী । সময়ের পরিবর্তন অবশ্যই আসবে, অধর্মীদের অবশ্যই দন্ড প্রাপ্তী হবে, আর ধর্মের ধ্বজা পুনরায় আবার উড়বে। এ পরাজিত যোদ্ধার প্রস্থান নয়, এ পাণ্ডবদের বিজয় যাত্রার আরম্ভ ।
ধর্মের জয় সর্বদা হয়, সাময়িক সময়ের হারকে পরাজয় বলে না, এ বিজয় যাত্রার শুভারম্ভ।। জয় শ্রীকৃষ্ণ, জয় চক্রধারী, জয় মধুসুদন।।
মা দুর্গা মৌবাড়ীয়া দুর্গা মন্দির, ২০১৫।
মা দুর্গা মৌবাড়ীয়া দুর্গা মন্দির, ২০১৬।
মা দুর্গা ।
মা দুর্গা ।
মা দুর্গা ।