সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে মৌবাড়ীয়া দুর্গা মন্দির

এই বছর শারদীয় দুর্গোৎসবের আগেই মৌবাড়ীয়া দুর্গা মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। দুর্গাপুজায় মৌবাড়ীয়া দুর্গা মন্দিরের এবং আশেপাশের সার্বিক নিরাপত্তা দিতে ক্যামেরাগুলো সার্বক্ষণিক চালু থাকবে। ক্যামেরাগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন হবে। মৌবাড়ীয়া মন্দিরে আগত সকল ভক্তবৃন্দ এবং তাদের সকল মুল্যবান জিনিসপত্রের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক প্রস্তুক রাখা হবে ক্যামেরাগুলোকে। ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য আলাদা কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখার সকল প্রস্তুতি সম্পন্ন। তাই নির্বিঘ্নে এবং নিরাপদে মৌবাড়ীয়া দুর্গা মন্দিরের দুর্গাপুজা সম্পন্ন করার সকল কার্যক্রম চলছে। সকলে আবারো শারদীয় শুভেচ্ছা। আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত।

মা দুর্গা মৌবাড়ীয়া দুর্গা মন্দির, ২০১৫।
মা দুর্গা মৌবাড়ীয়া দুর্গা মন্দির, ২০১৬।
মা দুর্গা ।
মা দুর্গা ।
মা দুর্গা ।